ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলা একটি অন্যতম কৃষি ভিত্তিক সমৃদ্ধশালী উপজেলা। অত্র উপজেলার যেমন রয়েছে ঐতিহাসিক পটভ’মি, তেমন রয়েছে এর অর্থনৈতিক অবস্থান। ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে এই উপজেলা গঠিত। অত্র উপজেলার আয়তন ২৭৭ বর্গ কি.মি.। মোট আবাদি জমির পরিমান ২২৫৩০ হেক্টর। গৌরীপুর উপজেলা মূলত: ধান উৎপাদন এলাকা। এখানে প্রতিবছর খাদ্যশস্য উদ্বৃত্ত থাকে।
ইহা ছাড়া ভাংনামারী, ডৌহাখলা, রামগোপালপুর, অচিন্তপুর ও বোকাইনগর ইউনিয়নে প্রচুর সবজি চাষাবাদ করা হয়। ডৌহাখলা ও রামগোপালপুর ইউনিয়নে আইলে শসা চাষাবাদ হয়। ভাংনামারী, গৌরীপুর ও মাওহা ইউনিয়নে মশলা জাতীয় ফসল চাষ হয়ে থাকে। ডৌহাখলা ও রামগোপালপুর ইউনিয়নে চল্লিশা আলু ও অচিন্তপুর ইউনিয়নে জামআলু চাষাবাদ করা হয়। মাওহা, ডৌহাখলা, ভাংনামারী, ও রামগোপালপুর ইউনিয়নে তৈল জাতীয় ফসল বিশেষ করে বাদাম ও সরিষা চাষ করা হয়। বোকাইনগর ইউনিয়ন লটকন ফলের জন্য সমৃদ্ধ। খাদ্যশস্য উদ্বৃত্ত হওয়ারকারনে এখানকার কৃষির অবস্থান দেশের সামাজিক অর্থনৈতিতে ইতিবাচক প্রভাব ফেলেছে।
অত্র উপজেলার কৃষিকে আরো সমৃদ্ধ করার লক্ষ্যে প্রত্যেক বছরের ন্যায় এবছরও অত্র উপজেলার বিভিন্ন ব্লকের জন্য বার্ষিক কর্মপরিকল্পনা তৈরী করা হয়। প্রত্যেক ব্লকের সংশ্লিষ্ট উপসহকারী কৃষি কর্মকর্তাগণ তাদের নিজ নিজ ব্লকের বার্ষিক কর্মপরিকল্পনা অনুযায়ী কর্মকান্ড পরিচালিত করিবে।যে কর্ম পরিকল্পনা গ্রহন করা হয়েছে তা সঠিকভাবে বাস্তবায়ন হলে উৎপাদন বৃদ্ধিসহ কৃষকের আর্থ সামাজিক অবস্থার উন্নয়ণ ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত হবে বলে আশা করা যাচ্ছে।
গৌরীপুর উপজেলার সীমানাঃ
উত্তরে পূর্বধলা উপজেলা ও নেত্রকোণা সদর উপজেলা। পূর্বে কেন্দুয়া, নেত্রকোণা। দক্ষিণে ঈশ্বরগঞ্জ এবং পশ্চিমে ময়মনসিংহ সদর উপজেলা।
০১। অবস্থানঃ
উপজেলাটি প্রায় ২৪˙৩৮˝ ও ২৪˙৫০˝ উত্তর অক্ষাংশে এবং ৯০˙২৭˝ ও ৯০˙৪৪˝ পূর্ব দ্রাঘিমাংশে অবস্থিত।
(ক) উপজেলার আয়তন- ২৭৭ বর্গ কি.মি.
(খ) ইউনিয়নের সংখ্যা- ১০ টি(মইলাকান্দা, গৌরীপুর, অচিন্তপুর, মাওহা, সহনাটি, বোকাইনগর, রামগোপালপুর, ডৌহাখলা, ভাংনামারী, সিধলা )
(গ) পৌরসভার সংখ্যা- ০১ টি
(ঘ) মৌজার সংখ্যা- ২৪৭ টি
(ঙ) গ্রামের সংখ্যা- ৩২৪ টি
(চ) জেলা সদর হতে উপজেলার দূরত্ব- সড়কপথে- ২০কি.মি, রেলপথে- ৩৩কি.মি
০৪। কৃষি বিভাগঃ
(ক) কৃষি জমির পরিমাণ- ২২,৮৬০ হেক্টর
(খ) আবাদি জমির পরিমাণ- ২২,৮৬০ হেক্টর
(গ) এক ফসলি জমি- ১২৪৭ হেক্টর
(ঘ) দুই ফসলি জমি- ১৭৬১০ হেক্টর
(ঙ) তিন ফসলি জমি-৩৬৫৩ হেক্টর
(চ) চার ফসলি জমি-৩৫০ হেক্টর
(ছ) পতিত জমি- ৪০০ হেক্টর
(জ) সেচকৃত জমি- ২১৩৪৫ হেক্টর
(ঝ) মোট পরিবারের সংখ্যা-৭২০৪৭টি
(ঞ) কৃষি পরিবারের সংখ্যা- ৬২৯৫৬টি
(ট) অকৃষি পরিবারের সংখ্যা- ৯০৯১ টি
কৃষকপরিবারেরতথ্য |
|
ক) ভূমিহীন ( ৫ শতকের কম) |
7728 |
খ) প্রান্তিক (০৫-৪৯ শতক) |
35995 |
গ) ক্ষুদ্র (৫০-২৪৯ শতক) |
১৭৪৫১ |
ঘ) মাঝারী (২৫০-৭৪৯ শতক) |
5923 |
ঙ) বড় (৭৫০ শতকের বেশি) |
883 |
মোট কৃষি পরিবারের সংখ্যা |
৬৮৩৫৬ |
কৃষি উপকরণ ব্যবসায় নিয়োজিত ডিলার |
|
বিসিআইসি সার ডিলার |
১১ |
বিএডিসি সার ডিলার |
১৩ |
খুচরা সার ডিলার |
৯৯ |
বিএডিসি বীজ ডিলার |
২৫ |
পাইকারী বালাইনাশক বিক্রেতা |
৬ |
খুচরা বালাইনাশক বিক্রেতা |
২২৭ |
যোগাযোগ
সড়ক পথে-
ঢাকা থেকে ঢাকা-ময়মনসিংহ জাতীয় মহাসড়ক পথে ময়মনসিংহ সদর(প্রায় ১২০কিঃমিঃ) হয়ে ময়মনসিংহ কিশোরগঞ্জ মহাসড়ক পথে কলতাপাড়া হয়ে (প্রায় ২০ কিঃমিঃ) দূরে গৌরীপুর উপজেলা পরিষদ।
চট্টগ্রাম থেকে -কুমিল্লা ব্রাহ্মনবাড়িয়া-ভৈরব কিশোরগঞ্জ ময়মনসিংহ জাতীয় মহাসড়ক পথে কলতাপাড়া হয়ে(প্রায় ৩২০ কিঃমিঃ) দূরে গৌরীপুর উপজেলাপরিষদ।
সিলেট থেকে সিলেট-কুমিল্লা-ব্রাহ্মনবাড়িয়া-ভৈরব-কিশোরগঞ্জ ময়মনসিংহ জাতীয় মহাসড়ক পথে কলতাপাড়া হয়ে(প্রায় ২৮০ কিঃমিঃ) দূরে গৌরীপুর উপজেলা পরিষদ।
রেলপথেঃ
ঢাকা থেকে ঢাকা-ভৈরব কিশোরগঞ্জ হয়ে (প্রায় ২২০ কিঃমিঃ) দূরে এবং ঢাকা থেকেঢাকা-ময়মনসিংহ হয়ে (প্রায় ১৫০ কিঃমিঃ) দূরে গৌরীপুর উপজেলা পরিষদ।
সিলেট থেকে সিলেট-ভৈরব-কিশোরগঞ্জ ময়মনসিংহ রেলপথে(প্রায় ২৮০ কিঃমিঃ) দূরে গৌরীপুর উপজেলা পরিষদ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস